কামাল হোসেন
প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দীয় কমিটির সহ সভাপতি নজরুল ইসলাম খোকন।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আরও জানান, ব্যারিস্টার রফিক-উল হক ছিলেন বাংলাদেশের আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী হিসাবে আজীবন সততা, দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে গেছেন। নিজ কর্মগুণেই এ বিজ্ঞ আইনজীবী দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক (৮৫) আজ সকালে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রক্তশূণ্যতা ও ইউরিন ইনফেকশনসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।